
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় ও সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম স্যারের অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা এবং বার্ষিক মিলাদ মাহফিল ও দরিদ্র মেধাবী শিক্ষর্থীদের বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার দুপুরে অত্র আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে,জমকালো আয়োজনের মধ্যদিয়ে, অত্র এলাকার মান্যবর ব্যাক্তিগণের উপস্থিতিতে ও পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে পরীক্ষার্থীদের বিদায় ও অবসরোত্তর শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠান আরম্ভের পূর্বে, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে রজনীগন্ধা স্টিক ও ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীগণ ।
ওক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের এডহক কমিটি সভাপতি ডক্টর হাফেজ মো. মাছউদুর রহমানের সভাপতিত্বে ও উক্ত ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোহসীন সরকার ও অর্থনীতি বিভাগের প্রভাষক মো. গোলাম কিবরিয়ার সঞ্চালণায়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার ।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কুমিল্লা বোর্ডের
উপ-কলেজ পরিদর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মজুমদার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ, বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ও
মোহাম্মদ মোশাররফ হোসাইন, অত্র আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ এডহক কমিটি বিদ্যুৎসাহী সদস্য সমাজ সেবক মোজাম্মেল হক মাসুম , সমাজ সেবিকা ইয়াছমিন ফরিদা ভুঁইয়া, অত্র ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম, শিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম রৌফ, অত্র ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম রেজাউল কবির, অত্র ডিগ্রি কলেজের সাবেক সদস্য মোখলেছুর রহমান, শিবপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ- সভাপতি কে এম রোকন উদ্দিন,শিবপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহিন রেজা সহ-এলাকার মান্যবর ব্যাক্তিবর্গ ।
উক্ত অনুষ্ঠান শেষে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন শিবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও শিবপুর ইউনিয়ন ইসলামীয়া দাখিল মাদ্ রাসার এডহক কমিটির সভাপতি হযরত মাওলানা ইদ্রিস মিয়া ।