
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর বাজারের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সঙ্গে গতকাল বৃহস্পতিবার বিকেলে গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিভিন্ন শ্রেণী পেশা মানুষের খোঁজখবর নেয়ার পাশাপাশি তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মনোভাব তৈরির লক্ষ্যে স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় এবং গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেন তিনি ।
উক্ত গণসংযোগ শেষে বিটঘর পুকুর পার এসে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে, উক্ত পথসভা
চলাকালে তার সাথে স্থানীয় ও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন,, উক্ত সভায়র
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা জনাব মোঃ সায়েদুল হক সাঈদ ।