
মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর টু বাঘাউরা সড়কের সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজের সামনে ও আকবপুর নূরে মদিনা মসজিদের সমানের দুটি অংশ নিজ অর্থায়নে মাটি ও বালি দ্বারা সংস্কার করলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কুয়েত প্রবাসী মোঃ রতন মিয়া৷ দীর্ঘ দিনের বেহাল দশা থাকা এই রাস্তাটি সংস্কার করে নিজ এলাকায় প্রশংসায় ভাসছেন তিনি৷ কুয়েত প্রবাসী মোঃ রতন মিয়া আকবপুর গ্রামের মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে।
জানা যায়, উপজেলার শিবপুর টু বাঘাউরা সড়কটি দির্ঘ দিন ধরে জনসাধারনের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিলো, একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দিতো। তাই প্রবাসী মোঃ রতন মিয়া মানুষের চরম দূরভোগের কথা চিন্তা করে নিজ অর্থায়নে রাস্তার দুটি অংশ সংস্কার করে দেন। এর আগেও তিনি গ্রামের আরো কয়েকটি রাস্তা সংস্কার করেছেন নিজের অর্থায়নে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে থাকেন এবং গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকেন বলে জানা গেছে।
মোটরসাইকেল চালক শওকত মিয়া ও স্থানীয় একাধিক মানুষ বলেন, দীর্ঘদিন যাবত আমাদের এই অবহেলিত রাস্তার কোনো সরকারি বা বেসরকারি অর্থায়নে সংস্কার করা হয়নি। একটু বৃষ্টি হলেই হাটু সমান তলিয়ে যায় সড়কটি। কাদা মাটি ও পানির জন্য চলাচল করতে পারেনা এলাকার মানুষ। এই কলেজ রোড দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রীরা যাতায়াত করে। এলাকাবাসীর চলাচলের দুর্ভোগের কথা চিন্তা করে আকবপুর পূর্ব পাড়া নূরে মদিনা মসজিদের সামনে ও সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজের সামনের দুটি ভাঙা অংশ নিজস্ব অর্থায়নে সংস্কার করে দেন কুয়েত প্রবাসী মোঃ রতন মিয়া। আমরা গ্রামবাসী প্রবাসী মোঃ রতন মিয়া ও তার পরিবারের সু-সাস্থ্য ও তার প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করছি।
স্থানীয় বাসিন্দারা প্রবাসী মোঃ রতন মিয়ার এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকেই বলেন,”সরকারি সহায়তা না পেলেও একজন প্রবাসী সন্তান গ্রামের জন্য যা করেছেন, তা সত্যিই অনুকরণীয়। এই উদ্যোগ সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
কুয়েত প্রবাসী মোঃ রতন মিয়া বলেন, আমি দূরে থাকলেও গ্রামের প্রতি দায়বদ্ধতা সবসময় অনুভব করি। এই রাস্তা দিয়ে আমরাও প্রতিদিন চলাচল করি। মানুষের কষ্ট দেখে আর বসে থাকতে পারিনি। নিজের সামর্থ্য অনুযায়ী কিছু করতে পেরে ভালো লাগছে। আমি ভবিষ্যতে যে কোন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করব এবং সমাজের দরিদ্র অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবো। তিনি আরোও বলেন আমি শিবপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড জনগণের সেবা করতে চাই। তিনি অত্র ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।