
রাজিবুল হক সিদ্দিকী :- কিশোরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ জুন দুপুরে দিবসটি উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক (যুগ্মসচিব) ফৌজিয়া খান বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইমরানুল ইসলাম পিপিএম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নাজমুল করিম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক মোঃ এনায়েত হোসেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মহসিন খান, শোলাকিয়া ঈদগাহ মাঠের প্রধান ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার) মমতাজ বেগম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার।
আলোচনা শেষ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।