
নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ঐতিহাসিক মাঠে আসন্ন পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে দেশ-বিদেশের বিভিন্ন প্রজাতির পশু, গরু ছাগল মহিষের হাটে , ব্রাহ্মণবাড়িয়ার গেকর্ণঘাটের প্রিন্স এগ্রো ফার্মের ২৪ টি সবলদেহী গরুর মাঝে বড় দুইটি গরুর একটব গরুর মূল্য হাঁকেন ১২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত। দর কষাকষির শেষ পর্যায়ে মুরাদনগর গাঙ্গেরকূট গ্রামের হাজী মাতু মিয়া , শিবপুরের হাজী মুসা মিয়ার মামা, তিনি ৮ লাখ টাকা মূল্য বড় গরুটি ক্রয় করে নেন। দ্বিতীয় গরুটি বিটঘর ইউনিয়ন টিয়ারা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আতিকুল ইসলাম শিশুমিয়া, তিনি ৪ লাখ ৭০ হাজার টাকা মূল্য ক্রয় করেন। তৃতীয় গরুটি বিদ্যাকুট ইউনিয়ন সেলিমনগর গ্রামের কাতার প্রবাসী মোঃ সাদ্দাম মিয়া তিনি ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্য ক্রয় করেন। এতে হাটে সমাগম ক্রেতা-বিক্রেতা এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
শিবপুর ঐতিহাসিক কোরবানির পশুর হার্ট কমিটির সভাপতি, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব তিনি বলেন ,শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে প্রতি শুক্রবারেই বসেন গরু ছাগল মহিষের হাটে ,আসন্ন পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে গত রবিবার থেকে শুক্রবার পর্যন্ত ছিল এই পশুরহাটটি , এতে দেশের বিভিন্ন জায়গা থেকে গরু ছাগল মহিষের নিয়ে আসে পাইকার এবং ক্রেতা ও বিক্রেতা, সবার জন্য ছিলো কঠুর নিরাপত্তা, আইন শৃঙ্খলা বাহিনী ও মেডিকেল টিম।