
মোহাম্মাদ হেদায়েতুল্লাহ :মিলন সভা মাতাও আনন্দ গানে, বাঁধো আজি প্রেম ডোড়ে প্রাণে, শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের আররা ৮৮ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে
৮৮ ব্যাচের সম্মানিত সাবেক ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে দিনভর এই ঈদ পুনর্মিলনী, মীলন মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠান এটি এম মোঃ আবদুল্লাহ মাস্টারের সভাপতিত্বে ও ডাঃ মোঃ দস্তগীর আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অত্র বিদ্যালার প্রধান শিক্ষক হোমাইন করির,
খবির উদ্দিন স্যার, আবুল হোসেন স্যার,
মোতাহার হোসেন স্যার, জাহাঙ্গীর আলম
স্যার।
নিজস্ব প্রতিনিধি মোহাম্মাদ হেদায়েতুল্লার পাঠানো তথ্যচিত্রে স্টার টিভি নবীনগর।