
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবের রেজিষ্ট্রেশন কার্যক্রম উপলক্ষে শুভ উদ্বোধনী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে অত্র প্রাথমিক বিদ্যালয় মাঠে,অত্র প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সাবেক ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে অত্র বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবের রেজিষ্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত রেজিষ্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে শতবর্ষ উদ্যাপন কমিটি আহ্বায়ক মোহাম্মদ সাজিদুল বারী খানের সভাপতিত্বে ও শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব, প্রধান শিক্ষক ঈশা খানের সঞ্চালনায় এতে উদ্বোধনী বক্তব্য রাখেন নবীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান, মোঃ জিয়াউল হক সরকার ও প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুরসম্রাট ওয়াদ আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম,ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের
অধ্যাপক মোঃ আসাদুর রহমান, বিদ্যাকুট অমর উচ্চ বিদ্যালয়ের সভাপতি এডভোকেট মোজাম্মেল হক জালাল, বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মোঃ এনামুল হক ভিপি এনাম, বিদ্যাকুট ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আলী আহম্মেদ, আব্দুর রাজ্জাক খোকা, মোঃ আবু তাহের মেম্বার, মোঃ সামসুল হক সর্দার, মোঃ আবু হানিফ সর্দার, সিরাজুল ইসলাম ইজন ও প্রমুখ।