
ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলা শিবপুর কলেজ রোডে ও আকবপুর পূর্বপাড়া নূরে মদিনা জামে মসজিদের পাশের রান্তায়, নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে এই দুইটি স্তানের রাস্তার ইট বালি দিয়ে সংস্কারের কাজ করলেন কুয়েত প্রবাসী সমাজ সেসব রতন মিয়া।
এলাকাবাসী জানান এই দুইটি স্তানের রাস্তা দিয়ে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী এবং যানবাহন চলাচলের বছর জুড়ে দুর্ভোগ লেগেই থাকথ।
বৃষ্টির পানিতে এই দুই স্থানের রাস্তার উপর থেকে নিষ্কাশনের জায়গা না থাকাই বছর জুড়ে দুর্ভোগ লেগেই থাকথ।
আকবপুর গ্রামের কৃতি সন্তান, কুয়েত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শিবপুর ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী কুয়েত প্রবাসী সমাজ সেসব মোঃ রতন মিয়ার বলেন এই দুইটি রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং এই রাস্তায় চলাচলকারী যাত্রী সহ স্কুল, কলেজে, মাদ্রাসার শিক্ষার্থীদের দুর্ভোগের কথা মাথায় রেখে আমার নিজ আপ্রাণ চেষ্টায় রাস্তাটিতে ইট বালি দিয়ে সংস্কারে এগিয়ে এসেছি । এভাবে যদি আমার মত সমাজের বিত্তবান ব্যাক্তিরা এগিয়ে আসে তাহলে সমাজ উপকৃত হবে।
আমার জন্য দোয়া করবেন এই গ্রামের আনাচে-কানাচে অনেক রাস্তার কাজ অসমাপ্ত রয়েছে , তাই গ্রামের স্বার্থে অবকাঠামো উন্নয়ন মূলক কাজ করতে পারি ও সন্ত্রাস, দূর্নীতি, মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তুলতেপাড়ী এবং এলাকার উন্নয়নে নিজের সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে কাজ করেযেতে পারি।