
ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন বিএনপি’র কর্তৃক আয়োজিত, জাঁকজমকপূর্ণ ঈদ পূর্ণমিলনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার বিকেলে গোসাইপুর বাজার ভূমি অফিস প্রাঙ্গণে বড়াইল ইউনিয়ন বিএনপি’র
অঙ্গ ও সহযোগী সংগঠনের মান্যবর গন্যমান্য ব্যাক্তিবর্গগণের উপস্থিথিতে এই ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি, আবুল বাশারের সভাপতিত্বে ও বরাইল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ ও বরাইল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি , ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক,ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, এডভোকেট এম এ মান্নান, ও প্রধান বক্তার বক্তব্যে রাখেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি, নবীনগর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান, মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মইন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কামাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার ইদ্রিস, পৌর বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন, মোহাম্মদ ইউনুস, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক নিপু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ,উপজেলা বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক মোবারক হোসেন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ,উপজেলা তাঁতী দলের সভাপতি ইফতেখার খান মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক অনন্ত হীরা, সদস্য সচিব আবদুল্লাহ আল উদয়, যুবদল নেতা আলমগীর হোসেন,কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ ইউনুস, উপজেলা শ্রমিকদল নেতা শাহ আলম,পৌর ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,দলের দুঃসময়ে দেশ নায়ক তারক রহমান আমাকে জেলা বিএনপি’র আহবায়কের দায়িত্ব দিয়েছিল, আমি জেলার ১৪ টি ইউনিটকে সুসংগঠিত করে কমিটি করে দিয়েছি।
“আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে এই দায়িত্ব দেয়, তাহলে আমি জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন,নবীনগর বিএনপির ঐক্যবদ্ধ দল যাকে নমিনেশন দেয় আমরা সকলে তার পক্ষেই কাজ করব।“তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির প্রাণশক্তি। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে আরও সুসংগঠিত করতে হবে।”