
খেলাকে হ্যাঁ বলুন, মাদক কে না বলুন” এই স্লোগানকে সামনে রেখে ,ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন কুড়িঘর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হলো ‘কুড়িঘর লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কুড়িঘর উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার মান্যবর গন্যমান্য ব্যাক্তিবর্গগণের উপস্থিথিতে, খেলাটি পরিচালনা করেন কড়া নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় গঠিত মাঠ পরিচালনা কমিটি।
উক্ত লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের
জমজমাট প্রথম কোয়ার্টার ম্যাচ খেলায়
হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে, কসবা
শিমরাইল তরুণ সংঘ ফুটবল একাদশকে হারিয়ে ২-১ গোলে একুইছড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে নেয়।
পড়ে পুরো মাঠজুড়ে দর্শকের বিপুল উপস্থিতি, করতালি ও উল্লাসে ছিল টানটান উত্তেজনা।
মাঠ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নান্নু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্টের সাবেক নির্বাহী সদস্য বখতিয়ার আহমেদ খান মহসিন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান প্রবাসী মাহি এম কাউছার।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন এই টুর্নামেন্ট এলাকার তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলছে, যা সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখে।
এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মহিউদ্দিন আহমেদ মহিন, উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান পল্টু, নূরনগর সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক হেদায়েতুল্লাহ , নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ডাঃ আমির হোসেন, শরিফ আহমেদ।
এছাড়া টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাকির হোসেন সর্দার, রবিউল মেম্বার, আব্দুল মজিদ সর্দার, মজিবুর রহমান, কামাল মেম্বার, খোরশেদ আলম সর্দার, খোকন মেম্বার, আব্দুর রশিদ সরকার ও মোঃ আশিদ মিয়া।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের
হাতে ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দুগণ।