
ব্রাহ্মণবাড়ীয়ার, নবীনগর এসোসিয়েশন, চট্টগ্রাম এর পক্ষ থেকে , চট্টগ্রাম দেওয়ান হাট সিটি করপোরেশন কলেজের মেধাবী শিক্ষার্থী- হামিদা আক্তা, সে গত-২২/০৩/২০২৫ শনিবার দুপুর সারে-১২ টার সময় মাথা ঘুরে – ৬ তলা ছাঁদ থেকে পরে গিয়ে তার দুটি পা” এবং কোমড়ের হাড় ভেঙ্গে যায়।
কিন্তু তার বাবা একজন হতদরিদ্র মানুষ তার পক্ষে এ-তো বড় ব্যয়বহুল চিকিৎসা করা অসম্ভব?
তার চিকিৎসা এক প্রকার বন্ধ হওয়ার পথে, তাই নবীনগর এসোসিয়েশন, চট্টগ্রাম তার পাশে দাঁড়িয়েছে।
এরং সুচিকিৎসার জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মানবতার সংগঠন- নবীনগর এসোসিয়েশন, চট্টগ্রাম এর পক্ষ থেকে তার বাবা-মায়ের হাতে- নগদ ৫০,০০০/= হাজার টাকার আর্থিক অনুধ্যান প্রধান করেছেন ।
হামিদা আক্তার, দেওয়ান হাট সিটি করপোরেশন কলেজ, চট্টগ্রাম এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
তার গ্রামের বাড়ি নবীনগর উপজেলার বীরগাঁও
বাবার নাম: মোঃ আবদুল হামিদ।
মাতার নাম: জহুরা বেগম।
বর্তমান বসবাস করছেন কাজির দেউরী, দুই নাম্বার গলি, চট্টগ্রাম।
মেধাবী শিক্ষার্থী হামিদার সুচিকিৎসার জন্য, নবীনগর এসোসিয়েশন, চট্টগ্রাম এর পক্ষ থেকে একটি আর্থিক ফান্ড সংগ্রহ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এবং হামিদা আক্তারের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের নিকট নবীনগর এসোসিয়েশন, চট্টগ্রাম এর মাধ্যমে আর্থিক সাহায্যের আবেদন করেছেন।
প্রয়োজনে যোগাযোগ মেয়ের বাবা–মোঃ আবদুল হামিদ।
মোবাইল : 01671480579
===================
সাহায্যের জন্য বিকাশ পার্সোনাল।-
নবীনগর এসোসিয়েশন, চট্টগ্রাম।
অর্থ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
01798640818,
এসময় নবীনগর এসোসিয়েশন-, চট্টগ্রামএর পক্ষ থেকে উপস্থিত ছিলেন নবীনগর এসোসিয়েশন, চট্টগ্রাম এর
সাধারণ সম্পাদক মোঃ শরিফ আহমেদ রানা,
এসোসিয়েশন, চট্টগ্রাম এর
প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য
মোঃ নোমান মুন্সি, এসোসিয়েশন, চট্টগ্রাম এর সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান রিফাত, অর্থ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,
সহ- সাধারণ সম্পাদক মোঃ রাসেল ভূইয়া,
সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিন সরকার,
সম্মানিত সদস্য মোঃ জানে আলম, সহ- সমাজ কল্যাণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,
সম্মানিত সদস্য মোঃ আনোয়ার হোসেন।