
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৮ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে অটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (১/৭/২৫) বিকেলের দিকে উপজেলার শ্রীঘর বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো.আক্কাছ মিয়া (৩২) ও মো. ছিদ্দিকুর রহমান (২১)।
থানা সূত্রে জানা যায়- সলিমগঞ্জ ফাঁড়ির পুলিশ শ্রীঘর বাজারের চেকপোস্টে দায়িত্ব পালন কালে সন্দেহ জনক একটি সিএনজিকে থামিয়ে তল্লাশি করে। এ সময় সিএনজিতে থাকা মো. আক্কাছ মিয়া ও মো. ছিদ্দিকুর রহমানের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও অভিযানে গাঁজা আটকের পাশাপাশি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি ও জব্দ করা হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- এ ঘটনায় নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নিয়মিত আইনে মামলা রুজু করে,আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।