
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার(৫ জুন) ভোর ৫টার দিকে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের এতিমখানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, নবীনগরের লাপাং গ্রামের মৃত হযরত আলীর ছেলে আবুল কাশেম (৫৮), নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া (১৯) এবং ফেনী জেলার দক্ষিণ ফরাদ নগরের আবুল খায়ের মিয়ার ছেলে লঞ্চের সুকানি নুরুল আলম (৫৫)। তাঁদের মধ্যে আবুল কাশেম ও সোহাগ মিয়া সম্পর্কে আত্মীয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে সিলেটগামী দুরন্ত পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৮৮৫৪) বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। এসময় বাসের ড্রাইভার পালিয়ে যান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
নিহতদের মরদেহ উদ্ধার করে নবীনগর থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।