
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে হোসেন মোহাম্মদ ওমর (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে নবীনগর পৌর এলাকার টিএনটি পাড়ার খায়রুল আলমের ছেলে।
রবিবার (২২/০৬/২৫) দুপুরে ওমর তার বাড়ির পাশের পুকুরে খেলা করছিল। হঠাৎ করে সে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে পড়ে তলিয়ে যায়।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই হৃদয় বিদারক ঘটনায় ও স্বজনদের আহাজারীতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।