
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে নবীনগর পৌর এলাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ রহমান।
এই কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন—ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কামরুলজাম্মান কামাল,ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রেওজয়ান ইসলাম হৃদয়,বিশিষ্ট ব্যবসায়ী (সিঙ্গাপুর) মামুন,যুবদল নেতা সোহেব সালাম ইমন,বাহরাইন কেন্দ্রীয় শ্রমিকদলের সাবেক সহ-সভাপতি বেলায়েত হোসেন,ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম,এনামূল হক মুন্না, ছাত্রদল নেতা মাহবুব মইনুল সহ আরো অনেকেই।
এসময় ব্যারিস্টার আসরাফ রহমান বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পূনর্গঠন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। দেশে গণতন্ত্র, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার এবং মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এই দফাগুলোকে জনগণের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।”
তিনি আরো বলেন, সরকারের অব্যাহত দমন-পীড়নের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন এবং তারেক রহমানের নেতৃত্বে দেশকে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ধারাবাহিকভাবে মাঠে রয়েছে।