
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রশিদ রশিদা ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালের অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলার বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
রশিদ রশিদা ফাউন্ডেশন এর সভাপতি হাজী আলমগীর কবিরের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল করিম।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাজেদুল ইসলাম পলাশের সার্বিক তত্ত্বাবধানে ও বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোঃ তৌফিকুল হকের পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাদী শরীফ শওকত উসমান ও সোলাইমান ভূঁইয়া সোহাগ, বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, মহেশপুর দারুল আরকাম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মঞ্জুরুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন রশিদ রশিদা ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই এলাকার সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে ব্যাপক ভূমিকা রাখছে। তারা বলেন, ইতিমধ্যে সংগঠনটির নানান কার্যক্রমের মাধ্যমে সকলের প্রশংসা করিয়াছেন। এসময় বক্তারা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে সংগঠনটির কার্যক্রম চালিয়ে যাবার আহ্বান জানান।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উক্ত ফাউন্ডেশনের সদস্য ফজলুল করিম বাবুল, রেজাউল করিম জুলহাস, ফরিদা ইয়াছমিন রেখা ও হাজী এনামুল করিম কাজল।
আলোচনা শেষে রশিদ রশিদা ফাউন্ডেশন এর উদ্যোগে বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়, টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয় ও মহেশপুর দারুল আরকাম ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০২৫ সালের অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩২ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
পরে সকল শিক্ষার্থী, দেশ, জাতির মঙ্গল কামনার্থে ও মরহুম রশিদ, রাশিদার আত্মার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।