
মিঠু সূত্রধর পলাশ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫( নবীনগর) আসনে এডভোকেট এম এ মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বিএনপির একাংশ।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে নবীনগর উপজেলার (নবীনগর-কোম্পানিগঞ্জ) সড়কে শতশত নেতাকর্মী ও সমর্থকরা সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করতে দেখা গেছে ।
এর আগে ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর ২৩৭টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেন। এতে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নানের নাম ঘোষণা করে দলটি। ঘোষণার পর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনীতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসান তাপসের অনুসারীদের মাঝে অসন্তোষ দেখা দেখা। এ সময় তারা শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়য়া জেলা বিএনপির সদস্য, আবু সাঈদ, জেলা বিএনপির সদস্য হযরত আলি, বিএনপি নেতা ও নবীনগর পৌর সভার সাবেক মেয়র মাঈনউদ্দিন মাঈনু, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করে। কিন্তু দীর্ঘদিন ধরে জনবান্ধব কর্মকাণ্ড, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের কারণে নবীনগর উপজেলার বিএনপির কাণ্ডারি হিসেবে পরিচিত কাজী নাজমুল হোসান তাপস কে দল মনোনয়ন না করায় নবীনগর বাসীর জনমনে হতাশা সৃষ্টি হয়েছে।
কাজী নাজমুল হোসান তাপসের নেতৃত্বে নবীনগরে বিএনপি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। তাকে প্রার্থী ঘোষণা করলে শুধু নবীনগর নয়, পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আরও শক্তিশালী হবে বলে দাবি করেন তারা।

মিঠু সূত্রধর পলাশ 













