
মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদের হলরুমে অফিসার্স ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু মুছা, এসিল্যান্ড খালিদ বিন মনসুর, নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি প্রমুখ।
এসময় নবীনগর উপজেলার বিভিন্ন দপ্তরের ১৫ জন কর্মকর্তার বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়। উপস্থিত বক্তারা বিদায়প্রাপ্তদের কর্মজীবনের নানা দিক তুলে ধরে তাদের অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। পরে বিদায়ী কর্মকর্তাদের হাতে স্মারক তুলে দেওয়া হয়।