আখাউড়ায় অবৈধভাবে মটরসাইকেল পার্কিংয়ের দায়ে ৩ জনকে জরিমানা।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসসন। শনিবার (১ এপ্রিল) সকাল ১১টা থেকে ১ টা পর্যন্ত শহরের সড়ক বাজার, ফলের বাজার এবং মাছ-মাংসের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অংগ্যজাই মারমা।অভিযানকালে ব্যবসায়ীদেরকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা এবং বাজার স্থিতিশীল রাখার আহবান জানান। এসময় তিনি ব্যবসায়ী এবং ক্রেতাদের সাথে কথা বলে বাজার মূল্যের খোঁজ খবন নেন। ফুটপাত দখল করে ব্যবসা না করার জন্য ভাসমান ব্যবসায়ীদেরকে নির্দেশ দেন।
এসময় সড়কে অবৈধ ভাবে মোটর সাইকেল পার্কিং করার দায়ে তিনটি মামলায় তিন মোটর সাইকেল মালিককে ৭ হাজার টাকা জরিমানা করেন।
আদালত সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শনিবার সকালে সড়ক বাজারে অভিযান চালানো হয়। অভিযানে তিন মোটর সাইকেল মালিককে বিভিন্ন অর্থ জরিমানা করা হয়। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে সহযোগিতা করেন আখাউড়া থানার সাব ইন্সপেক্টর মোঃ কামরুজ্জামানসহ পুলিশ সদস্যরা।