সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:৫০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে বিলের জমির মাটি কাটায় ভূমিখেকুকে এক মাসের কারাদন্ড

প্রতিনিধির নাম / ৩০৭ বার
আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি বিল ইজারা নিয়ে জমির মাটি কাটার অভিযোগে
মাসুদ হায়দার (৪৫) নামের ভূমি খেকুকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ
আদালত। শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার
সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন এই দন্ডাদেশ প্রদান করেন। সাজাপ্রপ্ত
মাসুদ হায়দায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের আহরন্দ গ্রামের মৃত আবু
নাসেরের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশারফ
হোসেন জানান, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের উজানিসার এলাকায় সরকারি
চামাউড়া বিল (জলাশয়) মাছ চাষের জন্যে জোনাকি মৎসজীবি সমিতির নামে
ইজারা প্রদান করে প্রশাসন। শুকনো মৌসুমে এই বিলের জমিতে কৃষি কাজ করা
হয়। কিন্তু সমিতির সভাপতি মাসুদ হায়দার বিলের মাটি অবৈধ ভাবে কেটে
ইটভাটায় বিক্রী করে আসছিল। খবর পেয়ে দুপুরে মাটি উত্তোলনের সময় মাসুদ
হায়দারকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয় এবং ব্যবহৃত ভেকুটি
জব্দ করা হয়েছে। এর আগেও গত ২৬ মার্চ একই অপরাধে তাকে ৮০ হাজার টাকা
জরিমানা করা হয়েছিল।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ