
খেলাকে হ্যাঁ বলুন, মাদক কে না বলুন” এই স্লোগানকে সামনে রেখে , ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা লাইন্স ক্লাবের উদ্যোগে প্রথম বারের মতো মিনিবার ফুটবল লক্ষ টাকার টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার বিকেলে মেরকুটা দক্ষিণপাড়া খেলার মাঠে, অত্র গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গগণের উপস্থিথিতে, বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে এই মিনিবার ফুটবল লক্ষ টাকার টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে ।
এই মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়, রসুল্লাবাদ কিং স্টার ফুটবল একাদশ, বনাম মেরকুটা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ফুটবল একাদশ।
খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ–প্রতি আক্রমণের মাধ্যমে হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোল আদায় করে নেওয়ার জন্য লড়াই চালীয়ে খেলা ট্রাইব্রেকারে গড়াই, ট্রাইব্রেকারে ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করে মেরকুটা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ফুটবল একাদশ।
পড়ে পুরো মাঠজুড়ে দর্শকের বিপুল উপস্থিতি, করতালি ও উল্লাসে ছিল টানটান উত্তেজনা মাঠে ।
উক্ত শুভ উদ্বোধনী খেলার উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী জারু মেম্বার।
মাঠ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক হাজী একরাম খাঁনের সভাপতিত্বে ও জাকির হোসেন সুমন মাস্টারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিদ্যাকুট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শাহিন বিশ্বাস ,বিশিষ্ট ব্যবসায়ী গুলাম কিবরিয়া, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন জামাল, হাজী আব্দুর আউয়াল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ, বিশিষ্ট সমাজ সেবক হাবিব মেম্বার ,
বিল্লাল মাহজন, আনোয়ার হোসেন, রাকিব খাঁন , দুলাল মিয়া সহ – আরো অনেক ।
উক্ত খেলায় সার্বিক তত্তাবধায়নে ছিলেন আজহার উদ্দিন ও মোখলেছুর রহমান ।

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ 















