
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার নাসিরাবাদ বালুমহালে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর। অভিযানে নবীনগর থানা পুলিশ, নৌ পুলিশ ও আনসার বাহিনী সহযোগিতা করে।
অভিযানে দেখা যায়, চুক্তিপত্রের বাইরে অতিরিক্ত একটি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এসময় ড্রেজারটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং ইজারাগ্রহীতাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, নাসিরাবাদ বালুমহালের নামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদী থেকে বালু তোলা হচ্ছিল। এতে চরলাপাং, মানিকনগর, সাহেবনগরসহ আশপাশের গ্রামগুলোতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা ও শত শত বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে নদীর প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হয়ে বন্যার আশঙ্কাও বাড়ছে।
তারা বলেন, প্রশাসনের চোখের সামনেই এতদিন অবৈধ ড্রেজার চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সংবাদ প্রকাশ ও লিগ্যাল নোটিশের পর প্রশাসনের এ অভিযান শুরু হলেও এ নিয়ে এলাকায় নানা আলোচনার জন্ম দিয়েছে।

 মিঠু সূত্রধর পলাশ
																মিঠু সূত্রধর পলাশ								 









