
নবীনগর প্রেস ক্লাবের উদ্যোগে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কামরুজ্জামানের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩/৮/২৫) সকালে প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) কামরুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটু সহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।
আলোচনায় বক্তারা নবীনগরের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত সমস্যা ও মুক্ত গণমাধ্যমের ভূমিকা নিয়ে নানা প্রস্তাব ও মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) কামরুজ্জামান বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। তাদের নির্ভীক কলম সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে পারে। নবীনগরের উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা প্রশংসনীয়।”নবীনগরের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে সাংবাদিকরা তাঁকে নানা প্রশ্ন করেন এবং তিনি সাংবাদিক সমাজের পাশে থেকে ভবিষ্যতেও সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

স্টার টিভি নিউজ ডেস্কঃ 







