
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নবীনগর উপজেলা গণধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি নবীনগর আলিয়াবাদ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা গনঅধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি মোতালেব মাস্টার, সহ-সভাপতি মোঃ ফরিদ মিয়া, সিনিয়র সহ সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুল ইসলাম পাপ্পু, পৌর গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাসেম নিরব, শ্রমিক অধিকার পরিষদের আহবায়ক রাকিবুল ইসলাম রাসেল, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি কামরুল হাসান ইকরাম সহ আরো অনেকে।
এ সময় নেতাকর্মীরা নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানান। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মিঠু সূত্রধর পলাশ 









