প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৯:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ৫:৫৬ পি.এম
নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে চুরি, সতর্ক থাকার আহ্বান শিশু বিশেষজ্ঞ ডা. ফাহিমের

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চুরির ঘটনা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. ফাহিম আহমেদ।
রবিবার (২৪ আগষ্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “আজ বহির্বিভাগ থেকে একসঙ্গে ৩ জন রোগীর গলার চেইন চুরি হয়ে গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, চোরচক্র বোরকা ও নিকাব পরে আসায় তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে।”
তিনি আরও জানান, চোরচক্র অনেক সময় ভিড় ও ধাক্কাধাক্কি সৃষ্টি করে ফাঁক গলে কাজ সেরে ফেলে। আবার অনেক সময় আগে থেকে অসতর্ক রোগী কিংবা শিশু নিয়ে ব্যস্ত অভিভাবকদের টার্গেট করে।
সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডা. ফাহিম লিখেন, “হাসপাতালে আসার সময় দামী অলংকার না আনা ভালো। এছাড়া মোবাইল ফোন ও ব্যাগ বাচ্চাদের হাতে না দিয়ে নিজের কাছে রাখতে হবে। সবাই একটু সচেতন হলেই এ ধরনের ঘটনা অনেকাংশে কমে যাবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, নিয়মিত এসব চুরির ঘটনায় রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি বাড়ছে। সিসিটিভি থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে।
এ বিষয়ে নবীনগর থানার ওসি শাহিনূর ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনার কোন অভিযোগ পাইনি।তবে পুলিশ প্রতিদিন বিভিন্ন সময় অনুসারে টহল দিচ্ছে। চুরির ঘটনায় পুলিশি তৎপরতা জোরদার করা হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৩-২০২৫ স্টার টিভি