ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে, শিবসেবা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা ও ভক্তিমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী উৎসব ও শোভাযাত্রা রেল্যী বের করা হয়েছে ।
শনিবার সকালে ‘জন্মাষ্টমী মিছিল’ নামে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শিববাড়ী শিবমন্দির থেকে যাত্রা করে মহেশ রোড হয়ে শিবপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিবমন্দির এসে শোভাযাত্রা রেল্যীটি
শেষ হয়।
উক্ত জন্মাষ্টমী উৎসব ও শোভাযাত্রা রেল্যী শেষে বক্তব্য রাখেন শিবপুর শিবসেবা কমিটির সভাপতি শ্যামল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক অসিৎ বিশ্বাস, ক্যাশিয়ার সনজিৎ চৌধুরী, শুনীল দেব, সুমন বিশ্বাস, ডাঃ লিটন চৌধুরী, চন্দ্রশ্বর চৌধুরী, কার্তিক সরকার, মানিক সূত্রধর, সুভাষ সুত্রধর,সজল শীল, কৃষ্ণ রাই সহ আরো অনেক ।