শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:০২ অপরাহ্ন

নবীনগর বাজারে মোবাইল কোর্টের অভিযান

প্রতিনিধির নাম / ২৫৩ বার
আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ ২০সেপ্টেম্বর বুধবার নবীনগর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।  অভিযানকালে দোকানে মূল্য তালিকা না থাকায় ২ টি দোকানে ৫,০০০ টাকা জরিমানা করার পাশাপাশি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ থাকায় ২ টি হোটেল ও ১ টি  রেস্টুরেন্টে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে নারায়ণপুর ফায়ার সার্ভিস সংলগ্ন সিলিন্ডার গ্যাসের পাইকারি দোকানগুলোতে তদারকি করা হয় এবং তাদেরকে বাধ্যতামূলকভাবে খুচরা বিক্রেতাদের ক্যাশ মেমো দিয়ে নির্ধারিত মূল্যে বিক্রয় করার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়। এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে গ্যাস ব্যবসায়ীদেরকে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি, অতিরিক্ত যাত্রী নিয়ে মোটরসাইকেল চালানোর দায়ে ৪০০ টাকা জরিমানা করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন জনস্বার্থে ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করেন নবীনগর থানা পুলিশ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ