
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৫ ৬ ও ৭নং ওয়ার্ড কৃষক দলের সম্মেলনে নিজের রক্তের গ্রুপ বিএনপি বলে জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা কেএম মামুনুর রশিদ।
গেল শনিবার বিকালে নারায়ণপুর ফায়ার সার্ভিস স্টেশনের পাশে নবীনগর পৌর শাখার’র ৫ নং , ৬ নং , ও ৭ নং, ওয়ার্ডের জাতীয়তাবাদী কৃষকদলের মান্যবর গন্যমান্য ব্যাক্তিবর্গগণের উপস্থিথিতে অনুষ্ঠিত এই সম্মেলনে নবীনগর পৌর কৃষকদলের আহ্বায়ক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সদস্য সচিব আনোয়ার হোসেন খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখার সময় এমন উক্তি করেন তিনি।
তিনি আরো বলেন, আমি আমার স্ত্রীকে হারিয়ে আপনাদের ভালোবাসায় এখনো মনোবল চাঙ্গা করে বেঁচে আছি, যতদিন বেঁচে থাকব ততদিন আমার হৃদয়ে নবীনগরের মানুষ থাকবে।
আরো বলেন —
এছাড়াও সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক আল আমিন,উপজেলা
কৃষক দলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম জুরু, সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল সহ জেলা কৃষক দল,উপজেলা কৃষক দল ও স্থানীয় কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ 









