
মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় আজ বুধবার (২৯ অক্টোবর) মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নবীনগর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, পৌর নির্বাহী কর্মকর্তা বেলজুর রহমান খান, হিসাব রক্ষণ কর্মকর্তা জামাল উদ্দিন, লাইসেন্স পরিদর্শক গিয়াস উদ্দিনসহ পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তারা।
সভায় নবীনগর পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা ও চলমান সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় অংশগ্রহণকারীরা পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, যানযট নিরসন, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও সড়ক সংস্কারসহ বিভিন্ন জনস্বার্থমূলক বিষয়ে দ্রুত কার্যকর ভূমিকা গ্রহণের সিদ্ধান্ত নেন।
সভা শেষে উপস্থিত কর্মকর্তারা জনসেবার মান আরও বৃদ্ধি ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 মিঠু সূত্রধর পলাশ
																মিঠু সূত্রধর পলাশ								 








