ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিজয় র্যালি ঘিরে দলীয় নেতাদের কোন্দল প্রকাশ্যে এসেছে। বিজয় রেলিকে কেন্দ্র করে দলীয় নির্দেশনা অমান্য করে ব্যক্তিগত প্রচারণার অভিযোগ উঠেছে নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানের বিরুদ্ধে। এর প্রতিবাদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম ও কেন্দ্রীয় বিএনপি নেতা তকদির হোসেন মোহাম্মদ জসিমের নেতৃত্বে ৫ আগষ্ট মঙ্গলবার দুপুরে নবীনগর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করা হয়।
৫ আগস্ট) মঙ্গলবার দুপুরে নবীনগর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। কিন্তু কর্মসূচির শুরুতেই দেখা যায় বিভেদ। একটি পক্ষ অ্যাডভোকেট এম এ মান্নানের নেতৃত্বে বিজয় রেলি বের করে। এর কিছু সময় পর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম এবং কেন্দ্রীয় নেতা তকদির হোসেন মোহাম্মদ জসিমের নেতৃত্বে
নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুই নেতা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী নাজমুল করিম অভিযোগ করেন, "উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান দলীয় নির্দেশনা উপেক্ষা করে বিজয় রেলিকে নিজের ব্যক্তিগত প্রচারণার মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। তার এই আচরণ দলের শৃঙ্খলা পরিপন্থী।"
কেন্দ্রীয় বিএনপি নেতা তকদির হোসেন মোহাম্মদ জসিমও একই সুরে কথা বলেন। তিনি বলেন, "দলের ভেতরে কোনো প্রকার ব্যক্তিগত এজেন্ডা বা প্রচারণার সুযোগ নেই। দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা প্রতিটি কর্মীর দায়িত্ব। যারা এই শৃঙ্খলা ভঙ্গ করে, দল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।"
বিজয় রেলিকে কেন্দ্র করে বিএনপির এই বিভক্তি স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। দলের ভেতরকার এই কোন্দল ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রমে কী ধরনের প্রভাব ফেলবে, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।