
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুর মানব কল্যান সংগঠনের উদ্যোগে স্থানীয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ আগষ্ট রবিবার দুপুরে নবীনগর গোপালপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক মো: মনির হোসেন।
গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর মানবকল্যান সংগঠনের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান জামাল, গোপালপুর মানবকল্যান সংগঠনের উপদেষ্টা দেলোয়ার হোসেন সুমন, প্রধান শিক্ষক সামিউল ইসলাম চপল,প্রধান শিক্ষক শফিউর রহমান সান্টু, ইউপি মেম্বার বাদল, ব্যবসায়ী আওলাদ হোসেন, শিক্ষক সোহেল। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সাকি মুলাজিম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এইচ এ রনি, এনামুল হক সাদ্দাম, মাসুদ রানা, আশ্রাফুল ইসলাম হৃদয়।
এসময় গোপালপুর মানবকল্যান সংগঠনের সভাপতি আবু সাঈদ, সিনিয়র সহ সভাপতি মোবারক হোসেন মুন্না, সহ সভাপতি আল আমিন সরকার, সহ সভাপতি মো: আল আমিন, সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক রিমনসহ শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ সময় গোপালপুর উচ্চ বিদ্যালয়ে জিপিএ ৫ প্রাপ্ত পাঁচ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান করা হয়।

মিঠু সূত্রধর পলাশ 









