“রক্তদান করুন, জীবন বাঁচান” মানবতার মহান কাজেই হাত বাড়ান এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সরকারি কলেজ মিলনায়তনে ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে । দিনব্যাপী এই অনুষ্ঠানে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি কনসালটেন্ট ডা. মোঃ তৌহিদুর রহমান হামীম এর সভাপতিত্বে ও কবি ও আবৃত্তিশিল্পী প্রান্তিক হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আজারুল ইসলাম, সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ সৈয়দ হোসেন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী কনসালটেন্ট ডা. সৈয়দ দেলোয়ার হোসেন, টপ এনার্জি সোর্সিং লিমিটেডের কান্ট্রি ম্যানেজার ও ফাউন্ডেশনের উপদেষ্টা সাইফুল ইসলাম নাদিম।
আয়োজকরা জানান, স্বেচ্ছাসেবীরা সমাজের প্রকৃত নায়ক। যারা বিনা স্বার্থে জীবন বাঁচানোর জন্য রক্ত দান করেন, তাদের সম্মান ও পরিচর্যা আমাদের সবার দায়িত্ব।
নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৫ হাজার অসহায় রোগীর পাশে দাঁড়িয়েছে। প্রতিটি স্বেচ্ছাসেবীর ছোট্ট রক্তদান কারও জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে।