
মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল গুরুতর আহত হওয়ার পাঁচ দিন পর থানায় মামলা হয়েছে। আহত বিএনপি নেতা মুকুলের স্ত্রী রুমানা আক্তার বাদী হয়ে মঙ্গলবার নবীনগর থানায় মামলাটি রুজু করেন।
তবে মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে আসামি করা হয়নি। অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলাটি করা হয় বলে ওসি শাহীনূর ইসলাম জানিয়েছেন।
এদিকে ঘটনার পর ইতোমধ্যে ছয়দিন দিন পার হয়ে গেলেও এখনো ঘটনার রহস্য উদঘাটনসহ হামলাকারীরা শনাক্ত না হওয়ায় মঙ্গলবার (২৮ অক্টোবর) খোদ উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভাতেও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক সদস্য।
তবে পুলিশ বলছে, পুলিশের কয়েকটি টিম ভাগ হয়ে ঘটনার পর থেকেই গুরুত্ব দিয়ে এ নিয়ে কাজ করে যাচ্ছে। কিন্তু এখনো অপরাধীদের শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ওবায়দুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনার রহস্য উদঘাটনসহ হামলাকারীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আশা করছি, সহসাই অপরাধীরা ধরা পড়বে।থ
তিনি আরো জানান, ‘শিগগিরই সবাইকে নিয়ে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর নবীনগরে একটি মতবিনিময় সভা করা হবে।
                           
 মিঠু সূত্রধর পলাশ
																মিঠু সূত্রধর পলাশ								 








