
মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে ৪২০ পিস ইয়াবাসহ কুখ্যাত এক ইয়াবা সম্রাটকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ।
২৪ অক্টোবর শুক্রবার দুপুরে নবীনগর পৌর এলাকার ২ নং ওয়ার্ডের পদ্মপাড়া নিলিমা ভবনের নিচতলায় অভিযান চালিয়ে ইয়াবা সম্রাট মুক্তার হোসেন বাবু সহ তিন মাদক ব্যাবসায়ীকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেরার পৌর এলাকার খাজানগর গ্রামের জীবন মিয়ার ছেলে ইয়াবা সম্রাট মুক্তার হোসেন বাবু (৩৮), তার স্ত্রী আয়েশা বেগম (৩০) ও উপজেলার নরসিংহপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মাহাবুব (৩৫)।
নবীনগর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর পৌর এলাকার পদ্মপাড়ার নিলিমা ভবনে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪২০পিস ইয়াবা ট্যাবলেট, ৮টি মোবাইল ও বেশ কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।
জানা যায়, গ্রেপ্তারকৃত ইয়াবা সম্রাট মুক্তার হোসেন বাবু’র বিরুদ্ধে নবীনগর থানায় ৬টি মাদক মামলা রয়েছে।এছাড়াও সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বড় মাদক ব্যবসায়ীদের মধ্যে অন্যতম বলে জানা যায়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনূর ইসলাম জানান, পুলিশের নিয়মিত কাজের পাশাপাশি গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে এই ইয়াবা সম্রাট বাবু ও তার স্ত্রীসহ তারএক সহযোগীকে   গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুপূর্বক আদালতে প্রেরণ করা হবে। আমাদের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার(নবীনগর সার্কেল) পিয়াস বাসক জানান,এলাকার  মাদক ব্যাবসায়ীদের খোঁজ খবর নেয়া হচ্ছে। মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হবে। 
                           
 মিঠু সূত্রধর পলাশ
																মিঠু সূত্রধর পলাশ								 








