মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মফিজুর রহমান মুকুলের উপর সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে নবীনগর উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে নবীনগর সমবায় সুপারমার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে পথসভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় নবীনগর পৌর বিএনপির সভাপতি মোঃ ওবায়দুল হক লিটমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শুক্কুর খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নবীনগর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাদিছ শাহীন, সহ-সভাপতি নজরুল ইসলাম, হাজী মোঃ মহসিন, নুরুল আমিন নুরু, ফরিদ উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার খান, জসিম উদ্দিন, সাইদুর রহমান সেন্টু, সাংগঠনিক সম্পাদক এম জামাল, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, বাচ্চু মিয়া, শুক্কু মিয়া, কামাল মিয়া, ওবায়দুল হক মলাই, কামাল মিয়া, আমিনুল ইসলাম আইনুল, সেটু মিয়া, কুদ্দুস মিয়া, হাবিবুর রহমান টিটু, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, ফারুক মিয়া, নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ্ আল উদয়, নবীনগর পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক সানি, নবীনগর পৌর ছাত্রদল নেতা তাউহিদ প্রমূখ
এসময় বক্তারা বলেন, ৪৮ ঘন্টা পার হয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে প্রশাসন'কে উদ্যেশ্য করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করতে না পারলে নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির হাজার হাজার নেতা কর্মীদেরকে নিয়ে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো বলে হুশিয়ারি দেন তারা।