ব্রাহ্মণবাড়ীয়া জেলা নবীনগর উপজেলা পূর্ব ইউনিয়নের উদ্যোগে শনিবার বিকেলে মোহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
নবীনগর পূর্ব ইউনিয়নের কৃষক দলের ভারপ্রাপ্ত আহবায়ক, মো: বিল্লাল মেম্বারের সভাপতিত্বে ও নবীনগর পূর্ব ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মো: সফিকুল ইসলাম এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক,ও ব্রাহ্মণবাড়িয়া (৫) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, কে এম মামুনুর রশিদ।
উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপির সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা, মো: সাইফুল হক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য মো: কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা বিএনপির সহ সভাপতি ও নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো: হেলাল উদ্দিন,
ব্রাহ্মণবাড়ীয়া জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো : আল- আমিন,নবীনগর উপজেলার কৃষক দলের সদস্য সচিব মো: আনোয়ার হোসেন, (বাবুল),নবীনগর পৌর কৃষক দলের আহবায়ক, মো: আনোয়ার হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।