
মোঃ রেজাউল হক রহমত,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক আসামিকে আটক করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত থানা পুলিশের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সন্দেহভাজন আসামিদের আটক করা হয়।
ওসি শাহিনুর ইসলাম জানান, “অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ অপরাধ করলে তাকে আইনের মুখোমুখি হতে হবে।”
আটককৃতদের শনিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, পুলিশের এই ধারাবাহিক অভিযানে এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা পুলিশের এমন উদ্যোগের প্রশংসা করেছেন।















