ঢাকা , রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে দু’পক্ষের আধিপত্য বিস্তারের জেরে গোলাগুলি ,৩ জন গুলিবিদ্ধ ‎নবীনগর পৌরসভায় মাসিক সভা অনুষ্ঠিত নবীনগরে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা  আহত হওয়ার পাঁচ দিন পর থানায় মামলা মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নবীনগরে বিক্ষোভ সমাবেশ  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবীনগর উপজেলা যুবদলের বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা অনুষ্ঠিত” ৩ দিনেও কোন ক্লু উদ্ধার করতে পারেনি গুলিবিদ্ধ মুকুলের ঘটনার তদন্তকারী সংস্থা নবীনগরে বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল নবীনগরে বিএনপি নেতাকে গুলির ঘটনায় শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত নবীনগরে যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুল গুলিবিদ্ধ
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

নবীনগরে দু’পক্ষের আধিপত্য বিস্তারের জেরে গোলাগুলি ,৩ জন গুলিবিদ্ধ

মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দু’পক্ষের আধিপত্য বিস্তারের জেরে গুলিবর্ষণের ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার ১ নভেম্বর বিকেলের দিকে উপজেলার বড়িকান্দী ইউনিয়নের থোল্লাকান্দি এলাকার নুরজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, নুরজাহানপুর গ্রামে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার বিকেলের দিকে  এই গোলাগুলির ঘটনা সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন উপজেলার নূরজাহানপুর গ্রামের শিপন মিয়া (২৮), একই গ্রামের রাকিব হোসেন (২৬) ও সোহেল মিয়া (৩০)।
শনিবার সন্ধ্যায় গুলিবিদ্ধ তিনজনকে
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর থেকে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃশাহিনুর ইসলাম জানান, “গুলিবর্ষণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।”
একজন প্রত্যক্ষদর্শী বলেন, “দু’পক্ষের মধ্যে সকালে কথা কাটাকাটির পর বিকেলের দিকে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। তিনজন মাটিতে লুটিয়ে পড়ে। এরপর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।”
এলাকাজুড়ে এখনও টানটান উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
উল্লেখ, নবীনগরে বর্তমান সময়ে প্রায়ই গোলাগুলি, হত্যা,ডাকাতি ও চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। গত ২৪ অক্টোবর নবীনগর পৌর এলাকার পদ্মপাড়ায় বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হন। এই ঘটনায় জাড়িত এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নবীনগরে দু’পক্ষের আধিপত্য বিস্তারের জেরে গোলাগুলি ,৩ জন গুলিবিদ্ধ

নবীনগরে দু’পক্ষের আধিপত্য বিস্তারের জেরে গোলাগুলি ,৩ জন গুলিবিদ্ধ

আপডেট সময় ০১:০৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দু’পক্ষের আধিপত্য বিস্তারের জেরে গুলিবর্ষণের ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার ১ নভেম্বর বিকেলের দিকে উপজেলার বড়িকান্দী ইউনিয়নের থোল্লাকান্দি এলাকার নুরজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, নুরজাহানপুর গ্রামে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার বিকেলের দিকে  এই গোলাগুলির ঘটনা সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন উপজেলার নূরজাহানপুর গ্রামের শিপন মিয়া (২৮), একই গ্রামের রাকিব হোসেন (২৬) ও সোহেল মিয়া (৩০)।
শনিবার সন্ধ্যায় গুলিবিদ্ধ তিনজনকে
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর থেকে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃশাহিনুর ইসলাম জানান, “গুলিবর্ষণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।”
একজন প্রত্যক্ষদর্শী বলেন, “দু’পক্ষের মধ্যে সকালে কথা কাটাকাটির পর বিকেলের দিকে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। তিনজন মাটিতে লুটিয়ে পড়ে। এরপর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।”
এলাকাজুড়ে এখনও টানটান উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
উল্লেখ, নবীনগরে বর্তমান সময়ে প্রায়ই গোলাগুলি, হত্যা,ডাকাতি ও চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। গত ২৪ অক্টোবর নবীনগর পৌর এলাকার পদ্মপাড়ায় বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হন। এই ঘটনায় জাড়িত এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।