প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ১:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৮:৩০ পি.এম
নবীনগরে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ, কবরস্থানে যাতায়াত বন্ধ

জানা গেছে, ১ জুলাই (মঙ্গলবার) দুপুরে নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়া ভূঁইয়া বাড়ির পাশে মো. বসু মিয়া তার জমি দাবি করে সরকারি রাস্তার ওপর বাঁশের বেড়া নির্মাণ করেন। ফলে ঈদগাহ ও কবরস্থানে যাওয়া ছাড়াও ফতেহপুর গ্রামের মূল যাতায়াতপথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে শিশুসহ বৃদ্ধ, রোগী ও সাধারণ মানুষদের চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়। মৃত ব্যক্তির লাশ কবরস্থানে নেওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
৬ জুলাই (রবিবার) বিকেলে স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান ভূঁইয়া নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। তিনি অভিযোগে জানান, “আমার পৈতৃক ভিটাবাড়ি সংলগ্ন সরকারি রাস্তা দীর্ঘদিন ধরে ব্যবহার করছি। হঠাৎ করে একটি প্রভাবশালী মহল বেড়া দিয়ে রাস্তাটি দখল করে নেয় এবং আমার সম্পত্তি দখলের চেষ্টাও করছে।”
গ্রামবাসীর অভিযোগ, নবীনগর পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন মিয়া এবং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়াসহ প্রায় ২০-২৫ জন এ বেড়া বসানোর পেছনে রয়েছেন। তারা ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করেছেন বলে দাবি করেছেন এলাকাবাসী।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর আলম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী জানান, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত বেড়া সরিয়ে রাস্তা উন্মুক্ত করার দাবি জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৩-২০২৫ স্টার টিভি