প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৫:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৭:৪৪ পি.এম
নবীনগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধায় উপজেলার শিবপুর ইউনিয়ন কাজলিয়া গ্রামের পশ্চিম পাশের বিল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিউজ লেখা পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে কাজলিয়া গ্রামের পশ্চিম পাশে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে নবীনগর থানা পুলিশকে খবর দেয়, পরে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। যুবকের পরিচয় এখনো শনাক্ত করা হয়নি।
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৩-২০২৫ স্টার টিভি