আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে, চট্রগ্রামস্হ, ব্রাহরমণবাড়িয়ার, নবীনগর এসোসিয়েশন, চট্টগ্রামে আজকের সভায় কার্যনির্বাহী সকল সদস্য বৃন্দের সর্ব সম্মতি ত্রুমে সভাপতি মোঃ এম এম শেখ ফরিদ উদ্দিন সাহেব এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জনাব মোঃ শরিফ আহমেদ (রানা) পরিচালনয়, চট্রগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগে কর্মরত বাংলাদেশ পুলিশ উপ- পরিদর্শক এস আই নোমান মুন্সী বিনা প্রতিদ্বন্দ্রিয়তায় চট্রগ্রামস্হ নবীনগর এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত করা হয়।
সভায় এসোসিয়েশনের উপদেষ্টা চট্রগ্রাম জেলা, ডিবি ওসি, জনাব সাজেদুল ইসলাম পলাশ, উপদেষ্টা মোঃ দেলোয়ার হোসেন, উপ-পরিদর্শক, বাংলাদেশ পুলিশ, উপদেষ্টা জনাব হাবিবুর রহমান, ব্যবসায়ী ও অত্র সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিগন অত্র এসোসিয়েশন সম্পাদক মন্ডলী ও কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের সর্ব সম্মতি ত্রুমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
নবীনগর এলাকাবাসীর পক্ষ হইতে চট্টগ্রামস্থ, নবীনগর এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি কে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা।