
৫ই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নবীনগর বাস স্ট্যান্ড থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীনগর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সারাদেশের মতো নবীনগরেও এই কর্মসূচি পালিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী প্রবীণ নেতা অ্যাডভোকেট এম. এ. মান্নান। তিনি বলেন, ৫ই আগস্ট গণঅভ্যুত্থানে নবীনগরের তিন জন নিহত হয়েছেন। নবীনগরের তিন জন শহীদসহ গণঅভ্যুত্থানে সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
তিনি আরো বলেন, তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি আধুনিক, কল্যাণমুখী ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।”
মিছিলে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস.কে হেলাল, সহ-সভাপতি গোলাম হোসেন টিটু, সহ-সভাপতি আঃ রহিম, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মহিউদ্দিন আহমেদ মহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, জিয়াউর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহীন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ ইদ্রিস, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তন্ময়, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুজাম্মেল হক বকুল, জেলা যুব দলের সদস্য মাহবুবুর রহমান, যুবদল নেতা মনজুরুল আলম মজনু, সাবেক ছাত্রদলের সভাপতি রাশেদুল হক কাজী সুমন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনন্ত হিরা, সদস্য সচিব আব্দুল্লাহ আল উদয় প্রমুখ।

মিঠু সূত্রধর পলাশ 









