প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ৫:৪৩ পি.এম
কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় নবীনগরে কৃষকদলের বিশাল কৃষক সমাবেশ

শাহিন রেজা টিটু : কৃষকদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ে তারেক রহমান ঘোষিত ৩১দফার বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর কৃষকদলের উদ্যোগে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩ নভেম্বর (শনিবার) দুপুরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো কৃষক অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, কৃষকই দেশের মেরুদণ্ড। অথচ আজ তারা ন্যায্য দাম ও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। কৃষকদের দাবি আদায় ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষকদল দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে।
নবীনগর উপজেলা কৃষক দলের আহবায়ক হাজী জহিরুল হক জুরুমিয়ার সভাপতিত্বে পৌর কৃষক দলের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দল কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্লাহ খোকন,ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দল আহবায়ক ভিপি শামীম, এছাড়াও সমাবেশে কেন্দ্রীয় ও জেলা উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৩-২০২৫ স্টার টিভি