মিঠু সূত্রধর পলাশ: উপসচিবের সঙ্গে অসদাচরণ করার পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা এবং তার স্ত্রী হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অদিতি রায়কে বদলি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ সই করা এক আদেশে তাদের বদলি করা হয়।
ডা. কিশলয় সাহাকে পটুয়াখালীর কুয়াকাটার ২০ শয্যা হাসপাতালের আবাসিক কর্মকর্তা এবং ডা. অদিতি রায়কে পিরোজপুরের মঠবাড়িয়ার টিয়ারখালী ২০ শয্যা হাসপাতালের আবাসিক কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নোমান মিয়া এবং হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস তাদের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, ডা. কিশলয় সাহা ও ডা. অদিতি রায়ের বিরুদ্ধে স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার দায়িত্বপ্রাপ্ত উপসচিব মো. শাহাদত হোসেন কবিবের সঙ্গে ফোনে অশোভন আচরণ এবং ঔদ্ধত্যপূর্ণ মেসেজ দেওয়ার অভিযোগে ওঠে। এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর এই দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করে কারণ দর্শানোর নোটিশ জারি করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সচিব মো. সাইদুর রহমান।
স্বাস্থ্য বিভাগ ও অভিযোগ সূত্রে জানা যায়, ডা. কিশলয় সাহার স্ত্রী ডা. অদিতি রায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে কর্মরত। আর ডা. কিশলয় সাহা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে আছেন। কয়েক মাস আগে শায়েস্তাগঞ্জ উপজেলা কর্মকর্তা ডা. অদিতি রায়কে ফোন দেন স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার দায়িত্বপ্রাপ্ত উপসচিব শাহাদত হোসেন কবির। ফোনে তিনি বহির্বিভাগ সেবা কার্যক্রমের প্রশাসনিক অনুমোদন প্রদানের প্রস্তাবের বিষয়ে কথা বলতে চান। তবে ডা. অদিতি কল রিসিভ না করায় নিজ পরিচয় উল্লেখ করে কলব্যাক করার অনুরোধ জানিয়ে মেসেজ পাঠান উপসচিব। কিন্তু ওই নারী চিকিৎসক উপসচিবের মেসেজ দেখার পরও কলব্যাক করেননি।
পরে স্ত্রীকে পাঠানো ওই মেসেজ দেখে উপসচিবকে কল দেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কর্মরত থাকা ডা. কিশলয় সাহা। তিনি উপসচিবের সঙ্গে ফোনে অশোভন আচরণ করেন এবং ঔদ্ধত্যপূর্ণ মেসেজ পাঠান।
এ ঘটনায় ওই চিকিৎসক দম্পতির বিরুদ্ধে চাকরি বিধিমালায় অসদাচরণ করার অভিযোগে করা হয়। একইভাবে পৃথকভাবে নোটিশ দিয়ে তাদের কারণ দর্শাতে বলা হয়।
ডা. কিশলয় সাহার ফোনে কল দিলে তিনি বদলির বিষয়টি স্বীকার করেন। এবং অভিযোগের বিষয়ে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
তবে ডা. কিশালয় সাহা বদলি হওয়ার খবর জানতে পেরে তার ফেইসবুক পেইজে লিখেন, "পরবর্তী কর্মস্থল ২০শয্যাবিশিষ্ট হাসপাতাল কুয়াকাটা, কলাপাড়া, পটুয়াখালি। চাকুরী জীবনের অভিজ্ঞতার ঝুলিতে নতুন অধ্যায়।বানর ও গাছ থেকে পড়ে, আর আমি তো মানুষ।শেখার শেষ নাই।জীবনের প্রতিটা সময় চ্যালেঞ্জিং। যতদিন সরকারি চাকুরিতে আছি সরকারের আদেশ শিরোধার্য। চাকুরির অভিজ্ঞতার ঝুলিতে পাহাড়,সমুদ্র সৈকত,মরুভূমির কোন কিছুর অভাব ছিল না। এখন বাকি আছে বনাঞ্চল।কেউ চাইলে সেইটাও হয়ে যাবে। ১৮বছরে ১১তম কর্মস্থল যোগদানের অপেক্ষায় আছি।কুয়াকাটা আমি আসছি। সাগরকন্যা অপেক্ষায় থাকো। তবে যেখানেই যাব নিজের সম্মান নিয়েই কাজ করবো আর সকলের ভালবাসা নিয়েই।পাছে লোকে কথা তো বলবেই।সবার দাওয়াত রইলো।ভালবাসি আমার সোনার বাংলা ভালবাসি এই দেশের সোদা মাটি"।