অদক্ষ, প্রশিক্ষণবিহীন ও অপ্রাপ্তবয়স্ক ড্রাইভার কর্তৃক অটো / থ্রি হুইলার চালানোর কারণে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যানজট সমস্যা বেড়েই চলেছে।
এ নিয়ে স্টার টিভিতে সংবাদ প্রকাশের পর,
এ যানজট নিরসনে আজ মঙ্গলবার দুপুরে নবীনগর পৌর সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহাকরি কমিশনার ভূমি মাহামুদা জাহান মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ড্রাইভারদের সতর্ক করার পাশাপাশি ৬ জনকে ১৫০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও নবীনগর সদর বাজারের ক্যাফে রিভার ভিউ রেস্টুরেন্টের একটি পাইপ ফেটে নিচে ময়লা পানি পড়ে জনগণের চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে ২০০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহাকরি কমিশনার ভূমি মাহামুদা জাহান জানান, এই সমস্যা সমাধানের জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।