জানা যায়, কিশোরগঞ্জের কুলিয়ারচরের বাজরা এলাকায় রাত ৮টার সময় ২ মোটরসাইকেল আরোহী মনিরুজ্জামান (৩২) ও নাইম মিয়া (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। এই সময় তাদের নিকট থেকে ৫২ পিস ইয়াবা, এক বোতল বিদেশী মদ ও ২ টি চাকু উদ্ধার করেছে পুলিশ। মোটরসাইকেল আরোহীদের আটককরতে গিয়ে তাদের ছুরিকাঘাতে কনেষ্টবল বাসেদ মিয়া কনষ্টবল নং ১৬৬৫ আহত হয়। আটককৃত মনিরুজ্জামান কুলিয়ারচর উপজেলার মনোহরপুরের কামাল মিয়ার ছেলে এবং নাইম মিয়া একই উপজেলার পশ্চিম তারাকান্দা গ্রামের এমাদ মিয়ার ছেলে। এই ব্যাপারে পুলিশ বাদী হয়ে পুলিশ এসল্ট ও মাদক আইনে মামলা দায়েরের পর আসামীদের জেল হাজতে প্রেরণ করেন।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ গোলাম মস্তোফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গতকাল রাত ৮ টার দিকে নিয়মিত টহল চলাকালে সন্দেহ ভাজন ২ মোটরসাইকেল আরোহীকে আটক করতে গেলে তাদের ছুরিকাঘাতে কনেষ্টবল আহত হয়। পুলিশ আহত হয়েও তাদের আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের নিকট থেকে মাদকসহ ২টি চাকু উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে মাদকও পুলিশ এসল্ট ধারায় আটককতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।