ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার যশাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহু মূল্যবান গাছ কম টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজে বাধা সৃষ্টি করছিল এমন কয়েকটি পুরাতন আকাশি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেদা আক্তার তার স্বামী কাজী গিয়াস উদ্দিনকে নিয়ে গ্রামের সাধারণ মানুষকে না জানিয়ে গোপনে বিক্রি করে দেন। এলাকাবাসীর দাবি, এসব গাছের বাজারমূল্য লক্ষাধিক টাকা হলেও তা খুব অল্প মূল্যে হাতবদল করা হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে রীনা আক্তার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের সরকারি সম্পত্তি অবৈধভাবে বিক্রি করায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
এ বিষয়ে স্থানীয় সাবেক মেম্বার ফুল মিয়া, মো: আক্তার হোসেন, বর্তমান মেম্বার শাহাবুদ্দিন মামুন ও কাজী মাখন মিয়া বলেন, বিদ্যালয়ের গাছ শুধু সরকারি সম্পদ নয়, এগুলো গ্রামেরও সম্পদ। অথচ বিষয়টি গোপন রেখে ব্যক্তিগত স্বার্থে বিক্রি করা হয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেদা আক্তার অভিযোগগুলোকে ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে বলেন, আমার বিরুদ্ধে যদি এসব অভিযোগ প্রমাণিত হয় তবে যেকোনো ধরনের বিচার আমি মাথা পেতে নেব।
উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী অভিযোগের সততা নিশ্চিত করে প্রতিদিনের বাংলাদেশকে বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।