কিশোরগঞ্জের ভৈরব থেকে ৪০ কেজি গাঁজা ও ২৫০ বোতল ফেন্সিডিল পাচারকালে জাহাঙ্গীর হোসেন নামে মাদক কারবারীকে আটক করেছে ভৈরব র্যাব ক্যাম্প সদস্যরা। আজ সকাল ছয়টার সময় দুর্জয় মোড় থেকে তাকে আটক করা হয়।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের দুর্জয় মোড়ে র্যাবের একটি আভিযানিক দল তথ্যের ভিত্তিতে পিকআপটি আটক করে। পরে পিকআপটি তল্লাশি করে ৪০ কেজি গাাঁজা ও ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। মাদক পাচারে ব্যবহৃত হওয়ায় পিকআপটিও জব্দ করা হয়। আটককৃত জাহাঙ্গীর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধিন হোসেনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এ ব্যাপারে আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করেছে।