ময়মনসিংহের ভালুকায় ছোট ভাই ও বোনের গলায় চাকু ধরে ১৬ বছরের এক তরুণীকে ধর্ষণের
ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা ধর্ষক আলামিনকে আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ জানায়, বুধবার বিকালে ওই তরুণী তার ছোট ভাই মোশাহিদ ও বোন মরিয়মকে সাথে নিয়ে হবিরবাড়ীর একটি পার্ক এলাকায় ঘুরতে যায়। রাস্তা ভুলে গেলে আলামিন ও তার সাথে থাকা আরও ৩ জন মিলে তাদের পথ দেখানোর কথা বলে জঙ্গলে নিয়ে যায়। এসময় ভাই ও বোনের গলায় ৩জন চাকু ধরে রাখলে আলামিন তরুণীকে ধর্ষণ করে। পরে স্থানীয়দের উপস্থিতি টেরপেয়ে পালানোর সময় আলামিন জনতার হাতে আটক হয়।