শুক্রবার সকালে ভালুকা উপজেলার হাজির বাজার ড্রিম ওয়াল্ড পার্কে এ মিলম মেলার আয়োজন করা হয়। মিলন মেলায় সকল বিভাগের ৯৫ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকালে দূরদূরান্ত থেকে আসা ৯৫ ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কুশল বিনিময় শেষে বিকালে এক ঝাঁক তরুন শিল্পীদের গানে মুখরিত হয় মিলন মেলাটি। এসময় আনন্দ উল্লাসে মাতেন ৯৫ ব্যাচের শিক্ষার্থীসহ উপস্থিত সকলে।
মোঃ শাহিদুজ্জামান সবুজ
ভালুকা প্রতিনিধি
ভালুকা, ময়মনসিংহ।
মোবাইল : ০১৭৩১৩১০২৩৩